পরীক্ষাঃ বিজ্ঞান বোর্ড বই ৬ষ্ঠ শ্রেনী November 6, 2020 | No Comments 33 পরীক্ষার সময় ১০ মিনিট Created on October 31, 2020 By rustamrana965@gmail.com বিজ্ঞান বোর্ড বই ৬ষ্ঠ শ্রেণী ( For General A-15) 1 / 25 ১। চাপের একক কী? ক. মিটার খ. নিউটন গ. প্যাসকেল ঘ. জুল 2 / 25 ২। স্প্রিং নিক্তির সাহায্যে কী মাপা যায়? ক. চাপ খ. বল গ. কাজ ঘ. ক্ষমতা 3 / 25 ৩। বেগের একক কী? ক. মিটার/সেকেন্ড খ. মিনিট গ. মিটার ঘ. সেকেন্ড 4 / 25 ৪। সরণের একক কী? ক. নিউটন খ. ওয়াট গ. জুল ঘ. মিটার 5 / 25 ৫। রিকশার চাকার গতি কী ধরনের গতি? ক. জটিল গতি খ. ঘূর্ষণ গতি গ. পর্যায় গতি ঘ. দোলন গতি 6 / 25 ৬। ওজনের একক কী? ক. নিউটন খ. জুল গ. ওয়াট ঘ. কিলোগ্রাম 7 / 25 ৭। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কী বলে? ক. বল খ. কাজ গ. চাপ ঘ. ক্ষমতা 8 / 25 ৮। ক্ষেত্রফলের একক কী? ক. মিটার খ. বর্গমিটার গ. প্যাসকেল ঘ. জুল 9 / 25 ৯। বস্তুর স্থির অবস্থানকে বলা হয়— ক. গতি খ. স্থিতি গ. গতিশক্তি ঘ. স্থিতিশক্তি 10 / 25 ১০। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে— ক. দ্রুতি খ. সরণ গ. বেগ ঘ. সময় 11 / 25 ১১। বেগের দিক— ক. নির্দিষ্ট খ. অনির্দিষ্ট গ. উভয়ই ঘ. কোনোটিই নয় 12 / 25 ১২। রেলগাড়ির গতি হলো— ক. জটিল গতি খ. পর্যায় গতি গ. রৈখিক গতি ঘ. ঘূর্ণন গতি 13 / 25 ১৩। বেগ বলতে বোঝায়— ক. সরণের হারকে খ. বেগের হারকে গ. মন্দনের ঘ. ত্বরণের হারকে 14 / 25 ১৪। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হলো— ক. স্পিডোমিটার খ. ভেলোটোমিটার গ. সিপ্রং নিক্তি ঘ. সবগুলো 15 / 25 ১৫। দ্রুতি কিসের ওপর নির্ভর করে? ক. মানের ওপর খ. দিকের ওপর গ. উভয়ের ওপর ঘ. কোনোটিই নয় 16 / 25 ১৬। কিসের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়? ক. মান খ. দিক গ. উভয়ের ঘ. কোণ 17 / 25 ১৭। বাস্তব ক্ষেত্রে কোনটি অসম্ভব? ক. চরম গতি খ. চরম স্থিতি গ. বল ঘ. ভর 18 / 25 ১৮। তরল পদার্থ কী ধরনের চাপ দেয়? ক. নিম্নচাপ খ. ঊর্ধ্বচাপ গ. পার্শ্বচাপ ঘ. মধ্যভাগ 19 / 25 ১৯। কোনটি অজৈব পদার্থ? ক) ক্যালসিয়াম কার্বনেট খ) স্পিরিট গ) অ্যাসিটোন ঘ) অ্যাসিটিক এসিড 20 / 25 ২০। পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর? ক) ১০ বিলিয়ন খ) সাড়ে পাঁচ বিলিয়ন গ) সাড়ে চার বিলিয়ন ঘ) এক বিলিয়ন 21 / 25 ২১। পলিথিন তৈরি করা হয় কী থেকে? ক) পেট্রোলিয়াম খ) চুনাপাথর গ) কয়লা ঘ) প্রাকৃতিক গ্যাস 22 / 25 ২২। নিচের কোনটি জৈব পদার্থ? ক) পানি খ) মিথেন গ) ক্লোরিন ঘ) নাইট্রোজেন 23 / 25 ২৩। চাঁদ কত দিনে পৃথিবীকে একবার ঘুরে আসে? ক) ২৭ দিন ৭ ঘণ্টা খ) ২৮ দিন ৮ ঘণ্টা গ) ২৭ দিন ৮ ঘণ্টা ঘ) ২৬ দিন ৬ ঘণ্টা 24 / 25 ২৪। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত? ক) প্রায় ৩২০০ কিলোমিটার খ) প্রায় ৩০০০ কিলোমিটার গ) প্রায় ৩৫০০ কিলোমিটার ঘ) প্রায় ৪০০০ কিলোমিটার 25 / 25 ২৫। পৃথিবী চাঁদ অপেক্ষা কত গুণ বড়? ক) ৩০ খ) ৪০ গ) ৫০ ঘ) ৬০ Your score is The average score is 41% 0%